✽ রামজীবনপুর উৎসব ২০২৪-২০২৫ ✽
( আয়োজক - রামজীবনপুর পৌরসভা )
তারিখ ঃ ১৪ই ডিসেম্বর, ২০২৪ (শনিবার) থেকে ২০ই ডিসেম্বর, ২০২৪ (শুক্রবার) এবং ০৯ই জানুয়ারী ২০২৫ (বৃহস্পতিবার) হইতে ১৩ই জানুয়ারী ২০২৫ (সোমবার)
➧ ক্রীড়া প্রতিযোগিতা ঃ ১৪ই ডিসেম্বর ২০২৪ থেকে ২০শে ডিসেম্বর ২০২৪
স্থান - রামজীবনপুর বাবুলাল বিদ্যাভবন ময়দান।
➧ সাংস্কৃতিক প্রতিযোগিতা ঃ ৯ই জানুয়ারী ২০২৫ থেকে ১৩ই জানুয়ারী ২০২৫
স্থান - রামজীবনপুর বাবুলাল বিদ্যাভবন ময়দান।
➧ বিনোদনমুলক অনুষ্ঠান (সান্ধ্যকালীন, সন্ধ্যা ৬ টায়) ঃ
১০ই জানুয়ারী, ২০২৫ - জি বাংলা সা রে গা মা পা (ZEE Bangla SAREGAMAPA) খ্যাত বিশিষ্ট সংগীত শিল্পী শোভন গাঙ্গুলী ও অর্পিতা রায়।
১১ই জানুয়ারী, ২০২৫ - দেবলোক অপেরা কর্তৃক পরিবেশিত, প্রদীপ কুমার, মোহিনী অভিনীত যাত্রাপালা "আমি ছদ্মবেশী নায়ক"।
১২ই জানুয়ারী, ২০২৫ - ইন্ডিয়ান আইডল (Indian Idol) খ্যাত বিশিষ্ট সংগীত শিল্পী ও মুম্বাই-এর প্লেব্যাক সিঙ্গার ঋক বাসু এবং জি বাংলা সা রে গা মা পা (ZEE Bangla SAREGAMAPA) খ্যাতা টিনা দেব।
১৩ই জানুয়ারী, ২০২৫ - জি বাংলা সা রে গা মা পা (ZEE Bangla SAREGAMAPA) চ্যাম্পিয়ন বিশিষ্ট সংগীত শিল্পী অঙ্কিতা ভট্টাচার্য।
স্থান - রামজীবনপুর বাবুলাল বিদ্যাভবন ময়দান।
উৎসব উপলক্ষ্যে স্কুল মাঠে ৯ই জানুয়ারী ২০২৫ থেকে ১৩ই জানুয়ারী ২০২৫ পর্যন্ত মেলা চলবে।
0 Comments