রামজীবনপুর (প্রাণের শহর) হল একটি পৌর এলাকা। রামজীবনপুর পৌরসভা পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত। রামজীবনপুর দুটি জেলার সীমান্তে অবস্থিত যা পশ্চিম মেদিনীপুরের শেষ এবং হুগলীর শুরু।

রামজীবনপুর পৌরসভাটি পশ্চিমবঙ্গের অন্যতম প্রাচীন পৌরসভা। এই পৌরসভার 11টি ওয়ার্ড রয়েছে। বর্তমানে এই পৌরসভার জনসংখ্যা 20,000-এর বেশি। রামজীবনপুর 22.83°N 87.62°EI-এ অবস্থিত এর গড় উচ্চতা 11 মিটার (36 ফুট)।

এই এলাকাটি আরামবাগের সংসদীয় কেন্দ্রের অন্তর্গত এবং বিধানসভা হল চন্দ্রকোনা

রামজীবনপুরের সমস্ত প্রকার তথ্য এই পোর্টালে তুলে ধরার চেষ্টা করি। আপনি কোনো তথ্য দিতে চাইলে বা আপনার কোনো মন্তব্য থাকলে, আমাদের Feedback/আপনার মন্তব্য পেজের মাধ্যমে মেসেজ করে জানানMore ট্যাবে গিয়ে আপনার মন্তব্য তে ক্লিক করে আপনার তথ্য পাঠান।