চন্দ্রকোনা রোড - আরামবাগ (আরামবাগ গামী)
ভায়া – বহড়াসোল, ধুম্রাবিলা, চন্দ্রকোনা টাউন, ক্ষীরপাই, জাড়া, শ্রীনগর, রামজীবনপুর, হাজীপুর, গড়মান্দারন, কামারপুকুর, গোঘাট, ভিকদাস, কালীপুর।
রামজীবনপুর বাস স্ট্যান্ড থেকে ছাড়ে - দুপুর ১
টা ২৫ মিনিটে (01:25pm)
হলদিয়া - বর্ধমান (আরামবাগ গামী)
বাসের নাম – গীতাঞ্জলী (Gitanjali)
ভায়া – তমলুক, মেছেদা, মেছোগ্রাম, খুকুরদহ, গৌরা, ঘাটাল, বরদা চৌকান, জলশরা, রাধানগর, ক্ষীরপাই, জাড়া, শ্রীনগর, রামজীবনপুর, হাজিপুর, ক্যানেল পুল, গড়মান্দারন, কামারপুকুর, পচাখালি, গোঘাট, ভিকদাস, কালিপুর, আরামবাগ, বুলচন্দ্রপুর, উচালন, সেহারা বাজার, বাঁকুড়া মোড়, তেলিপুকুর।
রামজীবনপুর বাস স্ট্যান্ড থেকে ছাড়ে – বিকাল ৩ টা ৩৫ মিনিটে (03:35pm)
বর্ধমান -
খড়গপুর (আরামবাগ গামী)
বাসের নাম – সাহিন (Sahin)
ভায়া – তেলিপুকুর, সেহারাবাজার, উচালন, বুলচন্দ্রপুর, আরামবাগ, ভিকদাস, গোঘাট, কামারপুকুর, গড়মান্দরন, হাজিপুর, রামজীবনপুর, শ্রীনগর, জাড়া, ক্ষীরপাই, চন্দ্রকোনা টাউন, কেশপুর, মেদিনীপুর।
রামজীবনপুর বাস স্ট্যান্ড
থেকে ছাড়ে - বিকাল ৩ টা ৪৫ মিনিটে (03:45pm)
0 Comments