✽ রামজীবনপুর উৎসব ২০২৩-২০২৪ ✽
( আয়োজক - রামজীবনপুর পৌরসভা )
তারিখ ঃ ২৬শে ডিসেম্বর ২০২৩ (মঙ্গলবার) হইতে ৭ই জানুয়ারী ২০২৪ (রবিবার)
➧ ক্রীড়া প্রতিযোগিতা ঃ ২৬শে ডিসেম্বর ২০২৩ থেকে ২৯শে ডিসেম্বর ২০২৩
(মশাল দৌড়, নকআউট ক্রিকেট প্রতিযোগিতা, নকআউট ফুটবল প্রতিযোগিতা।)
SHG গ্রুপের মহিলাদের ক্রীড়া প্রতিযোগিতা - ১০০ মিটার দৌড়, অংক দৌড়, ব্যালেন্স দৌড়, মিউজিক্যাল চেয়ার, রুটি বেলা (আটা/ময়দা), শঙ্খবাদন প্রতিযোগিতা।
স্থান - রামজীবনপুর বাবুলাল বিদ্যাভবন ময়দান।
➧ সাংস্কৃতিক প্রতিযোগিতা ঃ ৩রা জানুয়ারী ২০২৪ থেকে ৭ই জানুয়ারী ২০২৪
স্থান - কংসাবতী অফিস সংলগ্ন ময়দান।
বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বাবুলাল বিদ্যাভবনের হলঘরে, এবং যেমন খুশী সাজো প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বাবুলাল বিদ্যাভবন ময়দানে।
➧ বিনোদনমুলক অনুষ্ঠান (সান্ধ্যকালীন) ঃ
৪ঠা জানুয়ারী ২০২৪ (বৃহস্পতিবার) - সঙ্গীতানুষ্ঠান, বিশিষ্ট সঙ্গীত শিল্পী মনোময় ভট্টাচার্য।
৫ই জানুয়ারী ২০২৪ (শুক্রবার) - কলিকাতার দেবলোক অপেরা পরিবেশিত যাত্রাপালা "আমি কলির কর্ণ"।
৬ই জানুয়ারী ২০২৪ (শনিবার) - সঙ্গীতানুষ্ঠান, শিল্পী পারমিতা হালদার। জি বাংলা খ্যাত স্পন্দন ঘোষ। মিরাক্কেল খ্যাত নৃপেন পাল।
৭ই জানুয়ারী ২০২৪ (রবিবার) - সঙ্গীতানুষ্ঠান, বিশিষ্ট সঙ্গীত শিল্পী ও কীর্তনিয়া অদিতি মুন্সি।
স্থান - কংসাবতী অফিস সংলগ্ন ময়দান।
➥ রামজীবনপুর উৎসব ২০২৩-২৪ এর সমস্ত প্রতিযোগিতা মূলক অনুষ্ঠান গুলির ফলাফল জানতে এখানে ক্লিক করুন।
সম্পূর্ণ অনুষ্ঠান সূচী এবং অনুষ্ঠানের সময়সূচী





0 Comments